কাঁড্রা থানায় ধরা পড়ল বেআইনি মদ বিক্রেতা, পাওয়া গেল বিপুল পরিমাণ মদ
Saraikela: ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাঁড্রা থানা খুব কড়া ব্যবস্থা নিচ্ছে বলে মনে হচ্ছে। অতীতে, অবৈধভাবে পরিচালিত মদ ভাটি পুলিশের হাতে ভাংচুর হয়েছিল। আর বুধবার কাঁড্রা থানার বিশাল সাফল্য। অবৈধ মদ বিক্রেতার কাছে গোপন তথ্যের ভিত্তিতে সুজুকি আইজিএনআইএস গাড়ি যার রেজিস্ট্রেশন নম্বর JHO5BZ-6850 গিদিবেড়া টোল প্লাজার কাছে বিভিন্ন ব্র্যান্ডের নকল ইংরেজি মদ উদ্ধার করা হয়। আজকের সংবাদ সম্মেলনে কাঁড্রা থানার ইনচার্জ রাজন কুমার জানান, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ অনুযায়ী অবৈধ ব্যবসাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জামশেদপুর থেকে বেআইনি মদ বিক্রি করে গ্রামাঞ্চলে বিক্রেতারা। খবর পাওয়া মাত্রই টোল প্লাজার সব জায়গায় অভিযান চালিয়ে বেআইনি মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৭৫ এমএল এর ৪৮ পিস ইম্পেরিয়াল ব্লু মদের বোতল, একটি প্লাস্টিকের ব্যাগে থাকা ৩৭৫ এমএল এর ২২ বোতল স্টার্লিং রিজার্ভ, ২২ বোতল নকল মদ ও বিভিন্ন ব্র্যান্ডের ইংরেজি মদের ১৫ পিস খালি কার্টন উদ্ধার করা হয়। গাড়ির চালক অর্জুন মণ্ডলের কাছে সমস্ত মদের বৈধ কাগজপত্র চাওয়া হয়েছিল। কিন্তু মদের বিষয়ে অর্জুন মণ্ডলের পক্ষ থেকে কোনো কাগজ উপস্থাপন করা হয়নি। এরপর গাড়ির চালক অর্জুন মণ্ডলকে গ্রেফতারের নিয়ম মেনেই গ্রেফতার করা হয়। জব্দ তালিকা তৈরি না হওয়া পর্যন্ত সমস্ত মদ যথাযথভাবে তৈরি করা হয়েছিল। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হচ্ছে। থানার ইনচার্জ রাজন কুমার, সাব ইন্সপেক্টর সন্দীপ, উদয় কুমার মনোজ রাই, জিতেন্দ্র চৌহান, কুবের চৌধুরী, রবিন্দর এই অভিযানকারী দলে উপস্থিত ছিলেন।