ইউজিসি নেট পরীক্ষায় চতুর্থ স্থান অর্জনকারী মোহনী মোহনকে অভুতপূর্ব স্বাগত জানালো গ্রামের মানুষ

ইউজিসি নেট পরীক্ষায় চতুর্থ স্থান অর্জনকারী মোহনী মোহনকে অভুতপূর্ব স্বাগত জানালো গ্রামের মানুষ

Chandil: চান্ডিলের ছোটলাখা গ্রামের মোহনি মোহন কুম্ভকার যিনি ইউজিসি নেট পরীক্ষায় জাতীয় স্তরে চতুর্থ স্থান অধিকার করেছেন তাঁকে স্বাগত জানাতে মানিকুই রেলস্টেশনে অধীরচিত্তে দাঁড়িয়েছিলেন গ্রামের মানুষ। তিনি মানিকুই রেলস্টেশনে নামার সাথে সাথে তাঁর গ্রামের সাথীদের জড়িয়ে ধরেন। লোকেরা মোহনী মোহনকে মালা পরিয়ে স্বাগত জানায়। শিক্ষার্থীরা মোহনী মোহনের পা ধুয়ে তাকে তাদের জীবনের আদর্শ হিসেবে ভেবে অনুপ্রাণিত হয়। মঙ্গলবার যখন মোহনী মোহন কুম্ভকর তাঁর গ্রাম ছোটলাখায় পা রাখেন, তখন তাকে এক নজর দেখার জন্য লোকজনের ভিড় ছড়িয়ে পড়ে, গ্রামের লোকেরা তাঁর এই সাফল্যে খুবই গর্বিত। সেখানে , ইউজিসি নেট পরীক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকারী মোহনি মোহন কুম্ভকারকে ছোটলাখা গ্রামের আদিম মৃৎশিল্পী ফেডারেশনের পক্ষ থেকে একটি সম্মাননা পত্র ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি সুধীর কুম্ভকর, সরোজ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক সাধুচরণ পাল, জেলা কাউন্সিলর অনিতা পরিত, মনোরঞ্জন বাইজ, জাগরণ পাল প্রমুখ।

Spread the love