সিংভূম কলেজে আন্তর্জাতিক নারী দিবসে সেমিনারের আয়োজন

চন্ডিল : সিংভূম কলেজ, চান্ডিলে মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। লকডাউনের পর প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কলেজে উপস্থিত হয়েছিল। সংস্কৃত বিভাগের প্রধান ডঃ সুনীল মুর্মুর সংস্কৃত আমন্ত্রণ আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর সেমিনারে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূতন সিং, হোম সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান নীলম কুমারী ও ইংরেজি বিভাগের অধ্যাপক গীতিকা। তাঁরা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো মোকাবেলা করতে হয় তার বিভিন্ন উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাজেশ কুমার, হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান ড. আর আর রাকেশ, গণিত বিভাগের প্রধান অধ্যাপক এ কে গরাই, হিন্দি বিভাগের অধ্যাপক প্রভাস গোরাই এবং দর্শন বিভাগের প্রধান ড. সঞ্জয় কুমার, অধ্যাপক ড. নেপাল মাহাতো সকল শিক্ষার্থীকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। সেমিনারে শিক্ষার্থীরাও বক্তব্য রাখে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলেজের অধ্যক্ষ ড.বিএন প্রসাদ বলেন, নারীদের সম্মান করলেই প্রকৃত অর্থে জাতির উন্নয়ন সম্ভব।অনুষ্ঠান সফল করতে শিক্ষার্থীদের বিশেষ অবদান ছিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ সুনীল মুর্মু এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ আর আর রাকেশ।

Spread the love