ইট ভাটা ও ক্রাশার মালিকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গ্রাম প্রধান সংঘ এবার আন্দোলনের মুখে

ইট ভাটা ও ক্রাশার মালিকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গ্রাম প্রধান সংঘ এবার আন্দোলনের মুখে

পটমদা বিডিওর কাছে জেলা প্রশাসকের নামে স্মারকলিপি পেশ করেছে গ্রাম প্রধান সংঘ, ইট ভাটা ও ক্রাশারে রেট চার্ট বসানোর দাবি
Patamda: মঙ্গলবার পটমদা সার্কেল অফিসের সভাকক্ষে পটমদা ব্লকের গ্রাম প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। এসময় এলাকার গ্রামপ্রধানরা বিভিন্ন সমস্যা জানান এবং সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে এলাকার ইটভাটা ও ক্রাশার মালিকের যথেচ্ছ দাম নেওয়ার বিষয়ে কয়েকজন গ্রামপ্রধান দ্বারা উচিত পদক্ষেপ নিতে অনুগ্রহ করা হয়। বলা হয় যে এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার দরিদ্র সুবিধাভোগীদেরও চড়া দামে ইট এবং গুটি কিনতে হচ্ছে যার কারণে মানুষ চাইলেও নির্মাণ কাজ পুরো করতে পারছে না। সভায় গৃহীত সিদ্ধান্তের পর সংঘের পদাধিকারীরা জেলা প্রশাসকের নামে পটমদা বিডিওর কাছে স্মারকলিপি পেশ করে এলাকার সকল ইট ভাটা ও ক্রাশারে মূল্য সংক্রান্ত বোর্ড লাগানোর দাবি জানিয়েছেন। বিডিও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে গ্রাম প্রধান সংঘের সভাপতি বৃন্দাবন দাস বলেন, বর্তমানে মূল্যস্ফীতির কারণে দরিদ্র মানুষের প্রধানমন্ত্রীর আবাসনের কাজ শেষ করতে সমস্যা হচ্ছে। উপর থেকে এলাকার ইট ভাটার মালিক ও ক্রাশার মালিকেরা গরিবদের ছিনতাইয়ের কাজ করে যাচ্ছে। তিনি জানান, বিডিওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। স্মারকলিপিতে ন্যায্য মূল্য নির্ধারণ করে সকল ক্রাশার ও ইটের ভাটায় মালামাল বিক্রির দাবি জানানো হয়েছে। সভায় প্রধানত মৃত্যুঞ্জয় মাহাতো, সন্দীপ মিশ্র, শম্ভু দাস, মদন মাহাতো, শম্ভু সোরেন, টিকারাম মাঝি এবং রথু মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love