পটমদা দক্ষিণের জেলা পরিষদের প্রার্থী চন্দ্রশেখর টুডু কয়েক গ্রামে বৈঠক করেন

পটমদা দক্ষিণের জেলা পরিষদের প্রার্থী চন্দ্রশেখর টুডু কয়েক গ্রামে বৈঠক করেন

Patamda: পটমদা-03 দক্ষিণের জেলা পরিষদের প্রার্থী চন্দ্রশেখর টুডু শনিবার এলাকার জোড়শ্যা লছিপুর ও লাওয়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পরিদর্শনে গিয়ে বুদ্ধিজীবী, বয়স্ক মানুষ, কৃষক ও শ্রমিক শ্রেণির মানুষের সঙ্গে বৈঠক করেন। এসময় তিনি বলেন, গত এক যুগ ধরে তিনি সমাজের সেবা করে আসছেন, এর আগেও তিনি ছাত্রজীবনে এলাকার অনেক ছাত্র-ছাত্রীদের সাহায্য করেছেন। তিনি বলেন, এবারের নির্বাচনে বিজয়ী হলে তিনি এলাকার উন্নয়নের গতি ত্বরান্বিত করবেন এবং গ্রামবাসীর প্রতিটি সুখ-দুঃখে অংশ নিয়ে জনগণের সেবা ও সম্মানকে কখনো ক্ষুণ্ন হতে দেবেন না। রাত 12 টায় কেউ ফোন করলেও তিনি তাদের সমস্যা সমাধানে সাথে সাথে উপস্থিত থাকবেন। তিনি বলেন, পটমদা ডিগ্রী কলেজ, জাল্লার সেক্রেটারি হিসেবে অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন, কাউন্সিলর হিসেবে সুযোগ পেলে শিক্ষাক্ষেত্রে আরো ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করবেন। অনুষ্ঠানে সুভাষ কর্মকার, অশ্বিনী মাহাতো, বিশ্বামিত্র দাস, রাজু কর্মকার, সিজেন হেমব্রম, সুকদেব মুর্মু, ললিত মুর্মু সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Spread the love