ডুমুরিয়া থেকে হাতিখেদা মন্দির, লাওজোড়া পর্যন্ত বাস সার্ভিস শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা

ডুমুরিয়া থেকে হাতিখেদা মন্দির, লাওজোড়া পর্যন্ত বাস সার্ভিস শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা


File photo
Potka : পূর্ব সিংভূম জেলার ডুমুরিয়া ও পটমদা-বোড়াম ব্লকের গ্রামবাসীদের সুবিধার্থে বাস পরিষেবা চালু হয়েছে। জেলা পরিবহণ দফতরের জারি করা পারমিটের ভিত্তিতে, সুরজ বাস পরিষেবা প্রতিদিন ডুমুরিয়া থেকে বিখ্যাত হাতিখেদা মন্দির পর্যন্ত যাতায়াত করবে। প্রতিদিন ডুমুরিয়া থেকে বাস ছাড়বে ভোর 05:30 মিনিটে, ডুমুরিয়া থেকে হলদিপোখর পর্যন্ত 7.40 মিনিটে, হাতা সকাল 7.50 মিনিটে এবং হাতিখেদা মন্দিরে পৌঁছাবে সকাল 10.00 টায় । হাতিখেদা মন্দির থেকে ডুমুরিয়ার জন্য আবার দুপুর 2.00 টায় বাস ছাড়বে। বাস সঞ্চালক বিনোদ কর এ তথ্য জানিয়েছেন। ডুমুরিয়া থেকে পটমদা-বোড়াম বাস পরিষেবা চালু হওয়ায় খুশি গ্রামাঞ্চলের মানুষ।

Spread the love