কৃষি মন্ত্রী বাদল পত্রলেখ স্বাধীনতার 75 তম অমৃত মহোৎসব উপলক্ষে দুমকা লোকসভার প্রথম সাংসদ লাল হেমব্রম এর বাড়ি পৌঁছে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন

কৃষি মন্ত্রী বাদল পত্রলেখ স্বাধীনতার 75 তম অমৃত মহোৎসব উপলক্ষে দুমকা লোকসভার প্রথম সাংসদ লাল হেমব্রম এর বাড়ি পৌঁছে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন

Dumka : ঝাড়খন্ড রাজ্যের কৃষি মন্ত্রী পদযাত্রা করে দুমকা লোকসভার প্রথম সাংসদ লাল হেমব্রম এর বাড়ি পৌঁছান। লাল বাবা নামে খ্যাত ছিলেন দুমকা লোক সভার প্রথম এমপি লাল হেমব্রম। শিকারীপাড়া ব্লকের সরায়দহ গ্রামের প্রান্তিক চাষি পরিবারে জন্ম হয় তাঁর। স্বাধীনতা সংগ্রামে তার অগ্রণী ভূমিকা ছিল। তিনি নেতাজি সুভাষ চন্দ্র বোসের অনুগামী ছিলেন। রাজ্যের কৃষি মন্ত্রী সহ কংগ্রেস নেতা বাদল পত্রলেখ বুধবার পদ যাত্রা করে লাল বাবার বাড়ি পৌঁছান। সেখানে পৌঁছে তাঁর স্ত্রী ও পুত্র কে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। স্থানীয় জনগণ কৃষি মন্ত্রীর কাছে লাল বাবার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা ও 21 সেপ্টেম্বর তিরোধান দিবস পালন করার দাবি জানায়।

Spread the love