বঙ্গ উৎসব সফল করার জন্য মন্থন

বঙ্গ উৎসব সফল করার জন্য মন্থন

Ghatshila : জামশেদপুরের গোপাল ময়দানে আগামী 19 মার্চ বঙ্গ উৎসবকে সফল করতে শনিবার গালুডিহ রঙ্কিনি মন্দিরে বিনয় দাস বাবাজির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গভাষার প্রতি জনগণের সীমাহীন ভালোবাসা ও বিশ্বাসকে অটুট রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পাশাপাশি ঝাড়খণ্ড সরকারের কাছে ঝাড়খণ্ডের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বিলুপ্ত বাংলা ভাষা শিক্ষা চালু করার দাবি জানানো হয়। এই উপলক্ষে বাঙালিদের প্রতি ঝাড়খণ্ড সরকারের উদাসীন মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠক শেষে নব রঞ্জন দাস বলেন, ঝাড়খণ্ড আলাদা রাজ্য হওয়ার পর বাংলা ভাষার প্রতি সরকারের উদাসীনতায় আঘাত পেয়েছে। সমগ্র বাংলা সমাজকে ঐক্যবদ্ধ করে শিল্প সংস্কৃতি রক্ষার লক্ষ্যে আগামী 19 মার্চ রবিবার গোপাল ময়দানে বঙ্গ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাদের শিল্প-সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি বঙ্গ ভাষায় শিক্ষার জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ ভাষা সমিতির যুব সভাপতি ডঃ অমিত চ্যাটার্জি, নবরঞ্জন ভকত, জগদীশ ভকত, উত্তম গুহ, মলয় কুমার দাস, পরিতোষ মাহতো, প্রণব সিনহা, প্রণব বরাত, সুভাষ সিংহ রায় ও সঞ্জয় ঘোষ।

Spread the love