পটমদা ল্যাম্পসে ধান বীজ বিতরণ কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক

পটমদা ল্যাম্পসে ধান বীজ বিতরণ কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক

Patamda : বুধবার যুগসলাইয় বিধায়ক মঙ্গল কালিন্দী পটমদা ব্লক চত্বরে অবস্থিত পটমদা ল্যাম্পস লিমিটেডে ফিতা কেটে ধান বীজ বিতরণ কেন্দ্রের উদ্বোধন করেন। ল্যাম্পসে 50 শতাংশ ছাড়ে কৃষকদের বীজ উপলব্ধ করানো হবে। উদ্বোধনের সাথে সাথে পটমদা ব্লক এলাকার চার জন কৃষক এমটিইউ 7029 জাতের ধানের বীজ 50 শতাংশ ছাড়ে বিধায়কের হাত থেকে পান।

এ বিষয়ে ল্যাম্পস সচিব রামপদ মাহাতো বলেন, বর্তমানে ল্যাম্পসে এমটিইউ 7029 জাতের 40 কুইন্টাল ধানের বীজ রয়েছে এবং খুব শীঘ্রই আইআর 64 জাতের ধানও আসবে। তিনি বলেন যে ধানের বীজ কেনার আগে কৃষকদের জমির খতিয়ান এবং আধার কার্ড দিয়ে ল্যাম্পসে নিবন্ধন করতে হবে।

অনুষ্ঠানে বিডিও অরবিন্দ বেদিয়া, বিসিও সন্তোষ কুমার, বিধায়ক প্রতিনিধি চন্দ্রশেখর টুডু, মহাবীর মুর্মু, সুভাষ কর্মকার, অশ্বিনী মাহাতো, এটিএম জিতেন রুহিদাস, সালগে সোরেন, নির্মল ক্রান্তি দাস এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।

Spread the love