ময়ূরাক্ষী গ্রামীণ ইন্টার কলেজ কে ট্রাইবেল সাব প্লান পরিকল্পনার সঙ্গে আচ্ছাদিত করার দাবি

ময়ূরাক্ষী গ্রামীণ ইন্টার কলেজ কে ট্রাইবেল সাব প্লান পরিকল্পনার সঙ্গে আচ্ছাদিত করার দাবি

Dumka: পশ্চিম বঙ্গের বীরভূম জেলার লাগোয়া রানিশ্বর এর ময়ূরাক্ষী গ্রামীন ইন্টার কলেজের অধ্যক্ষ সঞ্জয় ঘোষ ও ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা পূর্ব অধ্যক্ষ ডক্টর আব্দুল রইস খান শনিবার সাংসদ নলিন সরেনের কাঠিকুন্ড এর বাড়িতে দেখা করে কলেজের উন্নয়নের বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। সেই সঙ্গে আর্থিক রূপে বেকওয়ার্ড এই এলাকার কলেজটি কে ট্রাইবেল সাব প্লানের পরিকল্পনার পরিধিতে আনার অনুরোধ করেছেন । 1855 সালের সাঁওতাল বিদ্রোহের সমাপনের মর্মান্তিক স্মৃতি বিজড়িত এই এলাকার ইন্টার কলেজের ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিম বঙ্গে সুখ্যাতি আছে।

নলিন বাবু কলেজের প্রতিনিধিদের কলেজটি কে সাব প্লান এর অন্তর্ভুক্ত করার জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে আবেদনটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে পাঠিয়েছেন।

Spread the love