35 লক্ষ ব্যয়ে হবে মিশরী বাঁধের সংস্কার, কাজের সূচনা করলেন জেলা পরিষদ সদস্য
Purulia: দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কারের অভাবে পড়ে রয়েছিল মানবাজার-2 নং ব্লকের আঁকরো মিশরী বাঁধ। মজে গিয়ে প্রায় থালার মতো হয়ে গিয়েছিল। আঁকরো একটা বড় বর্ধিষ্ণু গ্রাম। দুটো বুথ এই গ্রামে। পার্শ্ববর্তী গ্রাম মিলে মোট 3-4 টি গ্রামের মানুষের স্নান করার একমাত্র জায়গা এই মিশরী বাঁধ। সোমবার পুরুলিয়া জেলা পরিষদ থেকে বরাদ্দ 35 লক্ষ টাকা ব্যয়ে এই বাঁধ সংস্কারের শুভ সূচনা করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য হংশেশ্বর মাহাতো।
তিনি জানান যে সংস্কারের ফলে এই বাঁধের জল ধারনের ক্ষমতা অনেক বাড়বে এবং সেই সাথে হবে মাছ চাষের এক উর্বর ক্ষেত্র। এলাকার সাধারন মানুষের উপকারে আসবে এই বাঁধ। দীর্ঘ দিনের আশা পুরন হওয়াতে মানুষ খুব খুশি এবং আনন্দিত।