ভুড়রুডাঙ্গা জোড়ে কালভার্ট নির্মাণের ফলে কমে যাবে 6-7 কিলোমিটার দূরত্ব: হংসেশ্বর মাহাতো
Purulia : মনবাজার – 2 ব্লকের অন্তর্গত বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের ভুড়রুডাঙ্গা জোড়ে 2023- 24 অর্থ বর্ষে বরাদ্দ অর্থে নির্মিত কালভার্ট পরিদর্শন করেন জেলা পরিষদ সদস্য হংসেশ্বর মাহাতো। শনিবার পরিদর্শনের পর তিনি জানান যে এই কালভার্ট নির্মানের ফলে এলাকার মানুষের দীর্ঘ দিনের আশা পুরন হলো এবং সেই সাথে কমে গেলো জামতোড়িয়া আসার দুরত্ব। বর্ষার সময় ঐ এলাকার মানুষজনদের 6- 7 কিমি রাস্তা ঘুরে স্থানীয় বাজার জামতোড়িয়াতে আস্তে হতো।
এর পূর্বে তিনি পুরুলিয়া জেলা পরিষদ থেকে 2024-25 অর্থ বর্ষে মানবাজার-2 নং ব্লকের বুড়িবাঁধ গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া রঘুনাথ মুর্মু হাইস্কুলে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি টয়লেট, বড়গড়িয়া-জামতোড়িয়া গ্রাম পঞ্চায়েতের জামতোড়িয়া হাইস্কুলে 20 লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ এবং জামতোড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 14 লক্ষ টাকা ব্যয়ে সোলার পাম্প সহযোগে কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের শনিবার শুভ উদ্বোধন করেন।