কৃষ্ণপুর থেকে ভালুকডুগরি পর্যন্ত ঢালাই রাস্তার কাজের সূচনা
Purulia: জেলা পরিষদ সদস্য হংসেশ্বর মাহাতো শুক্রবার দিন মানবাজার-2 নং ব্লকের আঁকরো -বড়কদম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর থেকে ভালুকডুগরি পর্যন্ত নারকেল ভেঙ্গে ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করেন।
তিনি জানান যে পুরুলিয়া জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশন থেকে বরাদ্দ 2024-25 অর্থ বর্ষে 51লক্ষ 63 হাজার 835 টাকা ব্যয়ে এই পিসিসি রোডের কাজ নিগমানন্দ কনস্ট্রাকশন এজেন্সি দ্বারা করা হবে। এই উপলক্ষে স্থানীয় প্রধান, ওয়ার্ড মেম্বার, তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও গ্রাম বাসী উপস্থিত ছিলেন।