এশিয়া কাপে তীরন্দাজিতে স্বর্ণপদক জয়ী বাসন্তীকে অভিনন্দন জানালেন জেলা পরিষদ সভাধিপতি
Purulia: এশিয়া কাপে তিরন্দাজিতে দেশের হয়ে সোনা জয়ী বাসন্তী মাহাতো কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তার বাড়িতে রবিবার বিকালে উপস্থিত হন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা পরিষদের পূর্ত কার্য, পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো ও জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো। সাথে ছিলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো, সহ সভাপতি উত্তম মিশ্র, বরাবাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শশধর মুদি, পঞ্চায়েত সমিতির সদস্য মালা মাহাত, বাঁশবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা কিস্কু ও উপপ্রধান রঞ্জিত সিং সর্দার সহ বহু তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।
জেলা পরিষদের সভাধিপতি নিবেদিত মাহাতো বলেন বাসন্তী মাহাতো যেভাবে প্রত্যন্ত গ্রাম থেকে দেশের হয়ে সোনা জিতে এনেছে তা এক অনন্য নজির। এক দরিদ্র পরিবার থেকে তার এই উত্থান অন্যান্যদের ক্ষেত্রে এক প্রেরণা স্বরূপ। অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে যে লক্ষ্যে উপনীত হওয়া যায় বরাবাজারের রানসি গ্রামের বাসন্তী তা দেখিয়ে দিয়েছে। বাসন্তী শুধু বাংলা নয় সে আজ দেশের গর্ব।