সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানুর পরিবারের বর্তমান সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন

সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু কানুর পরিবারের বর্তমান সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন


Dumka: মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন সোমবার সাহেবগঞ্জ জেলার ভোগনাডি পৌঁছে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু-কানুর পরিবারের বর্তমান প্রজন্মের বয়স্ক দের আশীর্বাদ নেন । সেই সঙ্গে পরিবারের সদস্যদের সুখ সুবিধার বিষয়ে আলোচনা করেন। ১৮৫৫ সালে মহাজনী শোষণ, জমির খাজনার অপ্রত্যাশিত বৃদ্ধি ও রেল লাইন বসানোর কাজের ইংরেজ ঠিকেদার এর সাঁওতাল রমণীদের উপর অত্যাচার এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয় অধুনা সাহেবগঞ্জ জেলার ভোগনাডি থেকে। সেই সময় এই এলাকা টি ছিল বীরভূম জেলার পশ্চিম ভাগ ,আর দেশের রাজধানী ছিল কোলকাতা ।সাঁওতাল বিদ্রোহ নামে খ্যাত ওই আন্দোলন এর আন্দোলনকারীরা বড় লাট কে নালিশ জানাতে চলা পথে কোলকাতা রওনা হয় ।মাঝ পথে বীরভূমের সিউড়ি তে ইংরেজ সৈনিকের সঙ্গে সংঘর্ষে হাজার হাজার আন্দোলনকারী শহীদের মৃত্যু বরণ করে ।অত্যাচারী ইংরেজ শাসক ওই আন্দোলনের নায়ক সিধু কানু কে গ্রেপ্তার করে তার গ্রাম ভোগনাডি নিয়ে এসে প্রকাশ্যে ফাঁসির নামে হত্যা করে । ওই আন্দোলনের ১৬৭ বছর পরেও ঝাড়খন্ড স্বতন্ত্র রাজ্যে এখানকার মুলবাসী ও আদিবাসী স্থানীয় নীতি নির্ধারণ এর দাবিতে আন্দোলন করছে । এই সময়ে মুখ্যমন্ত্রীর ভোগনাডি আগমন অর্থবহ ।

Spread the love