জামশেদপুরে ঋষি অরবিন্দের দেড়শতম শুভ আবির্ভাব দিবস অনুষ্ঠিত

জামশেদপুরে ঋষি অরবিন্দের দেড়শতম শুভ আবির্ভাব দিবস অনুষ্ঠিত

Jamshedpur: ঋষি অরবিন্দের দেড়শতম শুভ আবির্ভাব দিবস অনুষ্ঠিত হলো মহাসমারোহে সোনারি কমিউনিটি সেন্টারে। উক্ত অনুষ্ঠানে শঙ্খ ধ্বনি ও প্রজ্জ্বলনের সাথে শুভারম্ভ করলেন মুখ্য অতিথি বিপিন কুমার সিং এবং ডা. এস এন ত্রিবেদী, কে প্রভাকর রাও, চৈতালি সৎপতি ও সুবীর দাস। শ্রী অরবিন্দ সোসাইটি জামশেদপুর কেন্দ্রের যোগ প্রশিক্ষণের ছাত্র-ছাত্রী ও সংগীত শিল্পী শিখা চক্রবর্তী এবং দীপঙ্কর চক্রবর্তী উদ্বোধনী সংগীত এবং প্রার্থনা সংগীত পরিবেশন করেন। সংস্থার চেয়ারম্যান প্রারম্ভে শ্রী অরবিন্দ সোসাইটির কাজ এবং অনুশীলন সম্বন্ধে বক্তব্য রাখেন। শ্রী অরবিন্দের জন্ম বৃত্তান্ত এবং স্বদেশী আন্দোলনের মুখ্যধারা ও আধ্যাত্বিক জীবনের ওপর আলোকপাত করেন সংস্থার ভাইস চেয়ার পারসেন চৈতালি সৎপতি। বিশেষ অতিথি বিপিন কুমার সিং শ্রী অরবিন্দের যোগ সাধনা এবং মানুষের জীবনের লক্ষ্য কি তার ওপর বক্তব্য রাখেন শ্রী অরবিন্দের “এম অফ লাইফ” এর ওপর বক্তব্য রাখেন এস এন ত্রিবেদী, অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিমল চক্রবর্তী ও কমলা মুখার্জি। সংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রে ছিল শহরের বিশিষ্ট কবি, লেখক, বাচিক শিল্পী ও সংগীত শিল্পী সব্যসাচী চন্দ ও তার সহ শিল্পী বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানটি সমগ্র অনুষ্ঠানটিকে আলোকিত করেছিল জনসাধারণের সামনে। শহরের গুনি ব্যক্তিত্বদের সমাগমে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছিল অনুষ্ঠানের শেষে বন্দেমাতরম ধ্বনিতে আকাশ মুখরিত হয়ে উঠেছিল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সেক্রেটারি সুবীর দাস।

উপস্থিত ছিলেন সংস্থার জয়েন্ট সেক্রেটারি সুব্রত কুন্ডু, পূরবী ঘোষ, সনদ পাত্র, জয়দেব দাস, অমিত রায়, মানস সৎপতি, হাসি পাত্র, স্বরবি কুন্ড এবং আরো অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমতি সঞ্চারী দাস এবং সব্যসাচী চন্দ।

Spread the love