চুড়দায় 24 প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন আজ থেকে শুরু

চুড়দায় 24 প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন আজ থেকে শুরু

পটমদা: পটমদা চুড়দা গ্রামে অবস্থিত সার্বজনীন হরিমন্দিরে রবিবার সকাল থেকে শুরু হয়েছে 24 প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন। এ বিষয়ে কমিটির সদস্য-সহ-প্রাক্তন মুখিয়া কৃষ্ণপদ সিং জানান, এখানে ৬টি কীর্তন দল জড়িত রয়েছে যা পরিবেশকে ভক্তিমূলক করে তুলছে। তিনি জানান, শনিবার থেকে চুড়দা-বাঁশগড় উভয় গ্রামের মানুষ সাত্ত্বিক আহার করছেন এবং শুদ্ধ আচার-আচরণে ভগবানকে উৎসর্গ করছেন। চুড়দা ও বাঁশগড় গ্রামের সকল গ্রামবাসীর পাশাপাশি আশপাশের গ্রামবাসীদের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ বছর করোনা মহামারী শেষ হওয়ায় ভক্তদের ব্যাপক ভিড় জমে যাবে বলে ধারণা করা হচ্ছে। তাই ভক্তদের বসার জন্য কমিটির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যন্ত গ্রাম থেকে আসা মানুষের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। হরিনাম সংকীর্তনে দুঃখভঞ্জন অধিকারী(উলদা), স্বজল সিং (টুসিয়ামা), কিরীটী ভূষণ গরাই(চালিয়ামা), ফণীভূষণ সিং (বাঁশগড়), কার্তিক দাস(বড়মুকরু), খাড়ি-পাহাড়ি নিত্যানন্দ হরিনাম সম্প্রদায়( বরাবাজার) মণ্ডলী অন্তর্ভুক্ত রয়েছে।

Spread the love