হরিনাম সংকীর্তন শেষে আবির-গুলালের খেলা, বের হল শোভাযাত্রা

হরিনাম সংকীর্তন শেষে আবির-গুলালের খেলা, বের হল শোভাযাত্রা

Patamda: পটমদার লাওয়া গ্রামে হরি পরায়ণ সংঘ দ্বারা আয়োজিত 24 প্রহর অখন্ড হরিনাম সংকীর্তন বুধবার সকালে শেষ হলো। এসময় শত শত নারী-পুরুষ একে অপরকে আবির-গুলাল দিয়ে ও শুভেচ্ছা জানিয়ে উৎসব পালন করেন। এসময় পুরোহিত জয়দেব গোস্বামী দ্বারা গঞ্জভোগের হাঁড়ি ভাঙ্গতেই প্রসাদ পাওয়ার জন্য যাঁকা পটকা করে ছেলে মেয়েরা। গ্রামের নির্মল কান্তি দাস বলেন, এই প্রসাদের অনেক গুরুত্ব রয়েছে। এর পর লাওয়া হরিমন্দির থেকে শোভাযাত্রা বের করে শিব মন্দির, কালী মন্দির, কুমহার কুলহী পুরাতণ হরিমন্দির, রামকৃষ্ণ মন্দির ও জাহেরথানে প্রার্থনা করেন ভক্তরা এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় পুরো লাওয়া গ্রামে উদ্দীপনার পরিবেশ বিরাজ করে। এ বিষয়ে লাওয়ার গ্রামপ্রধান বৃন্দাবন দাস জানান, ভোগরাগ ও মহাপ্রভুর প্রসাদ বিতরণের পাশাপাশি সন্ধ্যা ৭টা থেকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত শিল্পী পাপিয়া দাসের লীলা কীর্তন পরিবেশন করবেন।

Spread the love