বিধানসভা নির্বাচনে হারের পর পুরুলিয়া পৌরসভা দখলে খুশির পরিবেশ তৈরি হয়েছে তৃণমূলে

বিধানসভা নির্বাচনে হারের পর পুরুলিয়া পৌরসভা দখলে খুশির পরিবেশ তৈরি হয়েছে তৃণমূলে

Purulia: পুরুলিয়া বিধানসভা বিজেপি জয় করলেও সেই মাটিতে পৌরসভা নির্বাচনে বিপুল ভাবে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। আজ বুধবার নবনির্বাচিত চেয়ারম্যান নবেন্দু মাহালী ও ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দীকে সংবর্ধনা জানালেন তৃণমূলের নেতৃত্ববৃন্দ। পুরুলিয়া পৌরসভার প্রাঙ্গণে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলাররদের এবং পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী এবং ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নমিতা সিং মুড়া, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিষ্ণু চন্দ্র পাল, আইএনটিটিইউসি র পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর জয় ব্যানার্জি সহ বিভিন্ন নেতা এবং নেত্রী। সৌমেন বেলথরিয়া জানান অতীতে যেমন তৃণমূল কংগ্রেসের পরিচালিত এই বোর্ড নাগরিক পরিষেবা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার বিষয়ে সচেষ্ট ছিল, নবগঠিত এই বোর্ড নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়ে আরো অনেক ভালো কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলির সুবিধা যাতে প্রত্যেকটি নাগরিক পান‌ এটা সুনিশ্চিত করতে হবে। চেয়ারম্যান নবেন্দু মাহালী জানান পুরুলিয়া পৌরসভার এলাকার জল সমস্যার সমাধান এবং শহরকে পরিষ্কার রাখার বিষয় সহ বিভিন্ন নাগরিক পরিষেবা আরো ভালোভাবে দেওয়ার জন্য তিনি সচেষ্ট হবেন।

Spread the love