208 গ্রাম সোনার সন্ধান জানালে 50 হাজার পুরস্কার

জামশেদপুর: বৃহস্পতিবার, চুরি যাওয়া সোনার সন্ধান দিতে পারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে জামশেদপুর পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত চার ঠগের ছবি প্রকাশ করে পুলিশ নগরবাসীর কাছে আবেদন জানিয়েছে, ছবিতে থাকা ব্যক্তি সম্বন্ধে যদি তাদের কোনো ঠিকানা, অবস্থান বা তথ্য দেন, তাহলে তথ্যদাতার নাম-ঠিকানা গোপন রাখা হবে। এর পাশাপাশি তাকে 50 হাজার টাকা পুরস্কারও দেওয়া হবে। এ জন্য সিনিয়র কনস্টেবল সুপারের মোবাইল নম্বর 9431706480 এবং সিটি এসপির মোবাইল নম্বর 9471190203 জারি করেছে পুলিশ। তথ্যসহ 4 ঠগের ছবিও প্রকাশ করেছে পুলিশ।

কিছু দিন আগে সাকচির শিবমন্দির লাইনে ঋষভ সরফের হলমার্ক দোকানের দুই কর্মচারী প্রতারিত হয়েছেন। ঋষভ সরফের কাজ হয় জুয়েলারি দোকান থেকে গয়না এনে সেগুলোতে হলমার্ক লাগানোর। বিকেল ৪.৩০ মিনিটে ঋষভ সরফের দুই কর্মচারী ববি ও শুভমকে সাকচি ডালডা লাইনে অবস্থিত একটি জুয়েলারি দোকানে গয়না নিতে পাঠায়। কর্মচারীরা ব্যাগে গয়না নিয়ে দোকানে আসছিলেন। বসন্ত টকিজের কাছে অবস্থিত কুইন নামক কাপড়ের দোকানে পৌঁছতেই বাইকে করে দুই যুবক সেখানে আসে। ওই যুবকরা দোকানের উভয় কর্মচারীকে থামিয়ে নিজেদের পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাদেরকে একদিকে নিয়ে যায় এবং ব্যাগ খুলে দেখাতে বলে। ব্যাগটি যুবকদের দেখাতেই চোখে ফাঁকি দিয়ে ব্যাগ থেকে গয়না বের করে পালিয়ে যায়।

Spread the love