দয়া ও গুঞ্জ সংগঠনের উদ্যোগে গ্রামবাসীরা ডোবা ও চেক ড্যাম নির্মাণ করেন।

দয়া ও গুঞ্জ সংগঠনের উদ্যোগে গ্রামবাসীরা ডোবা ও চেক ড্যাম নির্মাণ করেন।

পটমদা: দয়া ও গুঞ্জ সংস্থার উদ্যোগে বোড়াম ব্লকের গ্রামবাসীরা গ্রীষ্ম শুরু হওয়ার আগে সেচ ও স্নানকার্যের জন্য ডোবা ও জোড়গুলিতে চেক ড্যাম তৈরি করছেন। শ্রমদানকারী শতাধিক নারী পুরুষদের মাঝে শনিবার দয়া ও গুঞ্জ সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। দয়া সংস্থার প্রতিষ্ঠাতা দয়াময় মাহাতো জানান, বোড়াম ব্লক এলাকার কয়রা, খোকরো, গুমান্ডিহ, কুয়ানি, ডাঙ্গারডিহ, আমঝোর ও বাঘরা গ্রামের কয়েকশত গ্রামবাসী শ্রমদান করে জলাশয় তৈরি করেছেন। তিনি বলেন, জলাধার নির্মাণের পর গ্রামবাসীরা চাষাবাদ ও স্নানের কাজে ব্যবহার করবে। তিনি বলেন, প্রখর রোদে এলাকার অধিকাংশ পুকুর ও কূপ শুকিয়ে যাওয়ায় জলের অভাবে দরিদ্র আদিবাসী কৃষকরা কৃষিকাজ থেকে বঞ্চিত হচ্ছে। জলাশয় নির্মাণের ফলে এখন শত শত পরিবার উপকৃত হবে।

Spread the love