ভূলা গ্রামে 24 প্রহর অখন্ড হরিনাম সংকীর্তনের জাগরণ রাত্রিতে ভক্তদের সমাগম, শনিবার ধূলাট উপলক্ষে হবে হোলি খেলা

ভূলা গ্রামে 24 প্রহর অখন্ড হরিনাম সংকীর্তনের জাগরণ রাত্রিতে ভক্তদের সমাগম, শনিবার ধূলাট উপলক্ষে হবে হোলি খেলা

পটমদা: বোড়াম ব্লকের ভূলা গ্রামে সোলআনা কমিটির উদ্যোগে আয়োজিত 24 প্রহর অখন্ড হরিনাম সংকীর্তনের জাগরণ রাত্রিতে শুক্রবার ভক্তদের সমাগম দেখা যায়। এসময় বিপুল সংখ্যক মানুষ হরিনাম শ্রবণ করেন এবং ভগবানের আশীর্বাদ নেন। এই অনুষ্ঠানে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত কীর্তন দল পরিবেশকে ভক্তিমূলক করে তোলে। ভূলা গ্রাম নিবাসী কলোল কর্মকার জানান প্রতি বৎসর গ্রামের বাসিন্দাদের প্রচেষ্টায় ও গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়। বিগত মঙ্গলবার থেকে গ্রামে টানা 4 দিন নিরামিষভোজী পালন করেন গ্রামের বাসিন্দারা। শনিবার সকালে নাম সংকীর্তন সাংঘ হওয়ার পর ধুলাটের আয়োজন হবে। সমস্ত বাসিন্দারা হোলি খেলায় অংশগ্রহণ করবেন। হরিনাম সংকীর্তনে শিবরাম দাস ও সম্প্রদায় (বদড়া, পুরুলিয়া ), সুভাষ পাত্র ও সম্প্রদায় (মৌলীহাড়, বাঁকুড়া), বিশ্বনাথ দাস ও সম্প্রদায় (বমলাবাইদ, বাঁকুড়া), হাড়িরাম দাস ও সম্প্রদায় (বুড়িবাসা, নিমউীহ, ঝাড়খণ্ড), বলহরি দাস ও সম্প্রদায় (অধিকারী, আগুইডাঙ্গরা, পটমদা), মথন সিং ও সম্প্রদায় (ভূলা, বড়াম, ঝাড়খণ্ড) পরিবেশকে ভক্তিমূলক করে তোলে।

Spread the love