ভুজালির ভয় দেখিয়ে ধান ব্যবসায়ীর কাছ থেকে 65 হাজার টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীরা।

ভুজালির ভয় দেখিয়ে ধান ব্যবসায়ীর কাছ থেকে 65 হাজার টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীরা।

মোবাইল ও পিকআপ ভ্যানের চাবি ছিনতাই, দুষ্কৃতীদের হ্যান্ডগানের আঘাতে ব্যবসায়ী আহত।

ঘাটশিলা : ঘাটশিলা থানা এলাকার বালিগুমা কাজু বনের কাছে ভুজালির ভয় দেখিয়ে ধান ব্যবসায়ীর কাছ থেকে 65 হাজার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। সাথে ব্যবসায়ী ও তার এক শ্রমিকের মোবাইল ফোন ও পিকআপ ভ্যানের চাবিও ছিনিয়ে নেয় । এসময় দুই দুষ্কৃতী ধান ব্যবসায়ীকে পিস্তল আহত করে। তিনি আহত অবস্থায় ঘাটশিলায় এসে নার্সিং হোমে চিকিৎসা করান। ঘটনাটি সোমবার গভীর রাতের বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মঙ্গলবার ঘাটশিলায় এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার খবর পেয়ে বালিগুমা ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ বলছে, এ বিষয়ে তদন্ত চলছে। অপরাধীরা শিগগিরই পুলিশের হেফাজতে হবে। ঘাটশিলা থানার বড়জুড়ি পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুরের বাসিন্দা ভীমচন্দ্র দান একজন বড় ধানের ব্যবসায়ী। তিনি ধান ক্রয়-বিক্রয় করেন। সোমবার গভীর রাতে মিলের ধান বিক্রি করে পিকআপ ভ্যানে করে গ্রামের রঘুনাথপুরে ফিরছিলেন তারা। কালাচিতি গ্রামে তার পিকআপ ভ্যানে কাজ করা দুই শ্রমিককে নামানোর পর, অন্য গ্রামের শ্রমিক প্রশান্ত সিং কে নিয়ে বালিগুমা কাজু বন হয়ে বাড়ি ফিরছিলেন। এদিকে বালিগুমা কাজু বনের কালভার্ট পার হওয়ার সময় তিনি দেখেন পথে পাথর দিয়ে কালভার্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে পাথর সরাতে থাকেন। এরই মধ্যে জঙ্গল থেকে দুই অপরাধী বেরিয়ে আসে, যারা অস্ত্র দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শ্রমিক প্রতিবাদ শুরু করলে তাকেও মারধর করে। তারা টাকা, মোবাইল ও গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায়। অপরাধীরা মুখ ঢেকে বাংলায় কথা বলছিল। এই এলাকায় এ ধরনের ঘটনা এই প্রথম। ঘটনাস্থলের কাছে মদের বোতলও পড়ে ছিল।

Spread the love