1 এপ্রিল থেকে নরসিংহগড় বড়াম মন্দিরে 2 দিন ব্যাপী বড়াম পূজা শুরু হবে

1 এপ্রিল থেকে নরসিংহগড় বড়াম মন্দিরে 2 দিন ব্যাপী বড়াম পূজা শুরু হবে

Dhalbhumgar: স্বর্গছিড়া ছোট ঘাট পুকুর থেকে ঘট্ আনার মাধ্যমে শুক্রবার নরসিংহগড় বড়াম মন্দিরে পূজা শুরু হবে। শনিবার পূজা, অর্চনা, প্রসাদ বিতরণ ও ঝুঁপানের আয়োজন করা হবে। দীর্ঘ 107 বছর ধরে এখানে বড়াম পূজা অনুষ্ঠিত হচ্ছে।রাজপরিবারের সময় থেকেই নরসিংহগড় গ্রামে বড়াম পূজা হয়ে আসছে তাতে গ্রামের সমস্ত মানুষ গ্রাম দেবতা রূপে পূজা করে। গ্রামের মঙ্গল কামনায় প্রতি বছর বড়াম পূজা অনুষ্ঠিত হয়। বড়াম বাবার প্রতি মানুষের অগাধ বিশ্বাস তাই বর্তমানেও বড়াম পুজো দেখতে প্রচুর মানুষ আসেন। বড়াম পূজায়, প্রতিটি মন্দিরে একটি ঘোড়া থাকে যা সমস্ত মন্দির পরিদর্শন করে। প্রতিটি বাড়ির সামনে গোবর দেওয়া হয় এবং ঘাটে নামানোর সময় বড়াম ঝুপারকে ধূপ-ধুনা দেখানো হয়। পূজার জন্য মন্দিরে রং করার কাজ শেষ পর্যায়ে।
বড়াম পূজা কমিটির অনুরোধে প্রতিনিধি সহ সমাজসেবক কার্তিক নাথ সোমবার স্বর্গছিড়া ছোট ঘাট পুকুর পরিষ্কার করান ও মেশিন দিয়ে জল সংগ্রহ করা। কার্তিক নাথ জানান ছোট ঘাট পুকুরটির অবস্থা খুবই করুণ। এ অবস্থায় ঘাটতি বহনকারী ব্যক্তিকে অনেক সমস্যায় পড়তে হয়। এবার বড়াম পূজা আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছেন দিলীপ নামতা, নকুল রি, জয়দুভ মান্না, গৌর মান্না, চুনকু নামতা, ফকির নামতা, কাদি কুনওয়ার, নিতাই মন্ডল, বাবু নামতা, সন্তোষ আসন প্রমুখ।

Spread the love