পরশুডিতে ক্যান্সার সচেতনতা শিবিরসহ ম্যামোগ্রাফি পরীক্ষা

পরশুডিতে ক্যান্সার সচেতনতা শিবিরসহ ম্যামোগ্রাফি পরীক্ষা

Jamshedpur: পরশুডিহের লোকনাথ ভবনে লায়ন্স ক্লাব অব জামশেদপুর এবং ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি জামশেদপুরের যৌথ প্রচেষ্টায় এবং বঙ্গবন্ধু কর্তৃক ক্যান্সার সচেতনতা শিবিরসহ ম্যামোগ্রাফি পরীক্ষা করানো হয়। প্রধান বক্তা মেহেরবাই টাটা ক্যান্সার হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অভিষেক ঠাকুর, উপস্থিত সকলকে ক্যান্সার সম্পর্কে সচেতন করেন। তিনি বলেন আপনার জীবনশৈলী,খাদ্য, যোগ-ধ্যান এবং ইতিবাচক চিন্তা – ভাবনার মাধ্যমে ক্যান্সারকে থামাতে পারেন। ক্যান্সার হলে আপনাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, তবে শেষ পর্যায়ে পৌঁছানোর আগে 90% আপনার হাতে, আপনি এটিকে থামাতে পারেন। ব্রহ্মানন্দ নারায়ণ মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুরভী চৌধুরী এবং নন্দিনী মুখী 30 জন মহিলার ম্যামোগ্রাফি পরীক্ষা করেন।স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের সভাপতি ডাঃ রঘুমনি।মঞ্চ পরিচালনা করেন রিজিয়ন চেয়ারপারসন পূর্বী ঘোষ। কেটি ভাথেনা জানান, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার বিকেল 03:30 থেকে বিকাল 04:30 পর্যন্ত মেহেরবাই টাটা ক্যান্সার হাসপাতালের ওপিডি-র 4 নম্বর রুমে বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা করা হয় ডাক্তারদের সহায়তায় অসহায়দের চিকিৎসাও করা হয়, তিনি সবাইকে এর সুবিধা নিতে অনুরোধ করেন। পূর্বী ঘোষ বলেন, যাদের বিপিএল কার্ড আছে তারা চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। অনুষ্ঠানের শেষে শ্রোতা দাশগুপ্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।উক্ত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে বঙ্গবন্ধু সংস্থার রাজেশ রায়, চয়ন গুহ এবং অপর্ণা গুহ বিশেষ ভূমিকা রাখেন।এই উপলক্ষ্যে ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির চেয়ারপার্সন শৈলজা, সুনিতা ও বিনীতা, লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ মদন কেশরী, বিনীতা শাহ, কেটি মালেগামওয়ালা, বঙ্গবন্ধুর সুব্রত বড়ুয়া, সুজাতা ভৌমিক, রত্না পাত্র, অসীমা মুখার্জি, পম্পা মুখার্জি, কৃষ্ণ গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love