রাওতাড়া পঞ্চায়েতে বেশিরভাগ চাপাকল ক্ষতিগ্রস্ত, স্কুলেও পানীয় জলের সংকট

রাওতাড়া পঞ্চায়েতে বেশিরভাগ চাপাকল ক্ষতিগ্রস্ত, স্কুলেও পানীয় জলের সংকট

Dhalbhumgar: এলাকায় গ্রীষ্মের দাবদাহে লোকেরা পরিশ্রান্ত, প্রত্যেক গ্রামের সোলার ওয়াটার টাওয়ার ও চাপাকাল মেরামত না হওয়ায় পানীয় জলের বিকট সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে । বিশেষ করে রাওতাড়া পঞ্চায়েতের নুয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়, ববইদা প্রাথমিক বিদ্যালয়, গুড়গাইকোচা প্রাথমিক বিদ্যালয়, ছাব্বিশা উৎক্রমিত প্রাথমিক বিদ্যালয়ের চাপাকল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে। স্কুলের শিক্ষক অরূপ কুমার পাত্র জানান, পানীয় জল ও স্বচ্ছতা বিভাগকে চাপাকল মেরামতের জন্য অনুরোধ করা হলেও এখন পর্যন্ত মেরামত করা হয়নি। সময়মতো চাপাকল মেরামত না করা হলে সবাইকে পানীয় জলের সংকটে পড়তে হবে।

Spread the love