ইচাগড়ের চোগা-আদারডিহ তে নয় দিনব্যাপী রামচরিত মানস মহাযজ্ঞ শুরু

ইচাগড়ের চোগা-আদারডিহ তে নয় দিনব্যাপী রামচরিত মানস মহাযজ্ঞ শুরু

75 জন কন্যা কলস যাত্রার মাধ্যমে মন্দিরে জল নিয়ে আসে

Chandil: ইচাগড় ব্লকের চোগা-আদারডিহ গ্রামের শিব দুর্গা মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে কলশ যাত্রার মাধ্যমে শুরু হল নয় দিনের সার্বজনীন শ্রী শ্রী রামচরিত মানস মহাযজ্ঞ। অনুষ্ঠানে 75 জন কন্যারা আদারডিহ পুকুর থেকে কলশ যাত্রা বের করে কলশে পবিত্র জল ভর্তি করে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসে। মন্দির প্রাঙ্গণে পুরোহিতেরা যথাযথভাবে কলশ স্থাপন করেন। কলশ প্রতিষ্ঠার পর বেদ মন্ত্র উচ্চারণ ও পূজা করা হয়। এই নবহন পারায়ণ মহাযজ্ঞ 9 দিন ধরে চলবে, যাতে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বিশিষ্ট পণ্ডিতরা পাঠ করবেন। শেষ দিনে পূর্ণাহুতির পরে কলশ বিসর্জন হবে। এই উপলক্ষে নয়ন সিং মুন্ডা, উমাকান্ত মাহাতো, ঠাকুর দাস মাহাতো, উপেন মাহাতো, শিবরাম মাহাতো, নেকা সাও, সুখদেব সাও, নরেশ সাও, গোপেশ মাহতো, সুশেন কালিন্দি, বিরিঞ্চি মাহাতো, সন্তোষ মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love