মালদেডিহ তে বাহা বোঙ্গা অনুষ্ঠিত হল,পাতা নাচে শীর্ষস্থানে বড়ডিহের দল।

মালদেডিহ তে বাহা বোঙ্গা অনুষ্ঠিত হল,পাতা নাচে শীর্ষস্থানে বড়ডিহের দল।

ধলভূমগড়: কানাস পঞ্চায়েতের মালদেডিহ টোলায় মার্শাল স্পোর্টিং ক্লাব মালদেডিহের তরফে বাহা বোঙ্গা উপলক্ষে পাতা নাচের আয়োজন করা হয়। এতে 12 টি দল অংশ নেয়। দামপাড়া বড়ডিহের দলকে প্রথম পুরস্কার নগদ 3000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার ঝরঝরি টাংহাদী সিবিল পিতাতি কে নগদ 2000, তৃতীয় পুরস্কার দুধিয়াশোল 1500 এবং চতুর্থ পুরস্কার চিরগল সাখুয়ার এমএল রুসিকা কান্দ্রাপাড়া দলকে নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। তার সাথে লক্ষ্মী টুডু, মনীষা হাঁসদা, সালগে টুডুকে পাত্তা নাচের জন্য সোনার নাকফুল দিয়ে কমিটির পক্ষ থেকে যুব শক্তি সংঘের সভাপতি হেমন্ত মুন্ডা পুরস্কৃত করেন। এছাড়া পাতা নাচে অংশগ্রহণকারী 12 টি দলের 80 জন মহিলাকে ঐতিহ্যবাহী শাড়ি উপহার দিয়ে সম্মানিত করা হয়। এ উপলক্ষে যুব শক্তি সংঘের সভাপতি হেমন্ত মুন্ডা বলেন, বাহা বোঙ্গায় নাচের মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্বের বার্তা দেয়। একই সঙ্গে তারা খুখিয়া উদযাপন করে। গ্রামীণ নারী-পুরুষের পাশাপাশি শিশুরা সম্মিলিতভাবে এই পূজায় অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্খো মুর্মু, মঙ্গল হেমব্রম, মানসিংহ টুডু, দশমথ হাঁসদা, রিতেশ মাহতো, সুরেশ মান্ডি, সুশীল টুডু, দশমথ মুর্মু। কুনার বাস্কে, বাজুন হেমব্রম, ঠাকুরদাস সোরেন, চন্দ্রাই হেমব্রম, অর্জুন টুডু, সাহেব টুডু, ভীম টুডু সহ ক্লাবের সকল সদস্যরা বাহা বোঙ্গা পূজা এবং পাতা নাচে যোগদান রেখেছেন।

Spread the love