বিশিষ্ট পত্রিকা সম্পাদক প্রয়াত কাঞ্চন সরকারের স্মরণ সভায় উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের লেখক ও ভাষাবিদরা

বিশিষ্ট পত্রিকা সম্পাদক প্রয়াত কাঞ্চন সরকারের স্মরণ সভায়
উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের লেখক ও ভাষাবিদরা

দুমকা: বুধবার বীরভূম জেলা অন্তর্গত সিউড়ির সদর শহর সবুজের অভিযান অডিটোরিয়ামের বসুন্ধরা মঞ্চে নতুন প্রজন্ম সাপ্তাহিক পত্রিকার সম্পাদক স্ব কাঞ্চন সরকারের একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গত তিন দশক ধরে স্ব-সরকারের সাপ্তাহিক পত্রিকা নতুন প্রজন্ম প্রকাশের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও কাজ করতেন এখানে। তার স্বপ্নের বসুন্ধরা মঞ্চ ও মিলনায়তন ছিল ঠাসাঠাসি। এ থেকেই প্রমাণিত হয় তিনি কতটা জনপ্রিয় ছিলেন। উপস্থিত ছিলেন সুপরিচিত সাংবাদিক, সমাজকর্মী সহ সরকার পরিবার ও নতুন প্রজন্ম-এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটির ঝাড়খণ্ডের প্রতিনিধিরা। কমিটির রাজ্য সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম সম্পাদক শ্যাম রাই ও কুন্দন অধিকারী উপস্থিত ছিলেন। গৌতম বাবু তাঁর বক্তব্যে জানান, কাঞ্চন বাবু তাঁকে অনেক নামী লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বইটির বিশিষ্ট লেখক সীমান্ত বঙ্গ এবং এশিয়াটিক সোসাইটির গবেষক ড. সুধীর করণ তাঁকে মহান ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। “নতুন প্রজন্ম” তে ঝাড়খণ্ডের ভাষা, এখানকার সংস্কৃতি বিশিষ্টভাবে প্রকাশিত হয়েছিল। শুধু তাই নয়, ভারত সেবাশ্রম সংঘ দুমকা, পাথরা শাখার আবাসিক বিদ্যালয়ের কর্মসূচিতে অংশ নিতেন তিনি। রানীশ্বরে বইমেলা আয়োজনের অনুরোধ তিনি প্রকাশ করেছিলেন, সে বিষয়ে বহুবার বৈঠকও হয়েছে। কিন্তু অনিবার্য কারণে বইমেলা হতে পারেনি।কমিটি সেই প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা করার পাশাপাশি নতুন প্রজন্ম পরিবারের পাশে দাঁড়াবে।

Spread the love