“ডাকিয়া যোজনা” র কোনো লাভ পাচ্ছেন না সবররা, এমও র উপর 1500 টাকা জরিমানা সাব্যস্ত

“ডাকিয়া যোজনা” র কোনো লাভ পাচ্ছেন না সবররা, এমও র উপর 1500 টাকা জরিমানা সাব্যস্ত

ধলভূমগড়: অগ্রসেন ভবন নরসিংহগড়ে মঙ্গলবার পিভিটিজি “ডাকিয়া যোজনা” র অধীনে আদিম উপজাতি এবং সবর পরিবারগুলিতে খাদ্যশস্য সরবরাহ সংক্রান্ত একটি জনশুনানি অনুষ্ঠিত হয়। জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রমুখ যতিন্দ্র নাথ সিং, সবর পরিবারের গ্রামপ্রধান শীতল সবর, BDO-এর প্রতিনিধি ব্লকের প্রধান সহকারী দীপক বেহেরা, সাংসদ প্রতিনিধি বিশ্বনাথ বেহেরা, রাজকুমার মাহাতো এবং সোশ্যাল অডিট টিমের মানস কুমার। গণশুনানিতে রাউতাড়া, মহিষাধারা, কানাস, ছাওড়িয়া, বান্ধাগুটু, ববইদা ইত্যাদি এলাকা থেকে সবরেরা পৌঁছেছিলেন। সোশ্যাল অডিট টিমের সদস্যরা জানিয়েছেন, পোস্টম্যান স্কিমের আওতায় সাবারদের বাড়িতে খাদ্যশস্য না পৌঁছানোর অভিযোগ জনশুনানিতে এসেছে। ডাকিয়া যোজনার আওতায় সবাইকে রেশনের দোকানে আসতে হয় । 32 টি পরিবার ডাকিয়া যোজনার সুবিধা পাচ্ছে না। এই প্রকল্পের অধীনে, সবর পরিবারগুলিকে 35 কেজি চাল দেওয়া হয়। এছাড়াও, এমন 15 টি পরিবার রয়েছে, যাদের ডাকিয়া যোজনায় নাম না থাকলেও এই প্রকল্পের সুবিধা পান। আধার কার্ড এবং রেশন কার্ড তৈরির বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। উপস্থিত জুরি সদস্যরা ব্লক সাপ্লাই অফিসার শ্যাম নারায়ণ রামকে 1500 টাকা জরিমানা করেছেন এবং আট দিনের মধ্যে ডাকিয়া যোজনার অধীনে সমস্ত পরিবারকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। চালের পাশাপাশি অনেক সবর পরিবার ডাল, তেল, চিনি ইত্যাদি সরবরাহ করানোর দাবি জানায়। তাদের দাবিগুলো জেলা অডিট টিমের কাছে অডিট টিমের সদস্যদের জানাবে। গণশুনানিতে ব্লকের বহু দোকানদার, BSO শ্যাম নারায়ণ রাই, ব্লক ওয়েলফেয়ার অফিসার সঞ্জয় কুমার, কাউন্সিলর আরতি সামাদ, উপপ্রধান সপন মাহাতো, গ্রামপ্রধান বাসুদেব সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love