বামনিডি গ্রামে যুক্তিবাদী ও কুসংস্কার বিরোধী সভার আয়োজন

বামনিডি গ্রামে যুক্তিবাদী ও কুসংস্কার বিরোধী সভার আয়োজন

বরাবাজার: পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র ও বলরামপুর বিজ্ঞান চক্রের যৌথ উদ্যোগে বরাবাজার থানার অন্তর্গত লটপদা অঞ্চলাধীন বামনিডি গ্রামে রবিবার বিকেল চার ঘটিকার সময় যুক্তিবাদী ও কুসংস্কার বিরোধী সভা অনুষ্ঠিত হয়। যুক্তিবাদী ও কুসংস্কার বিরোধী সভাটি পরিচালনা করেন বলরামপুর বিজ্ঞান চক্রের সহ-সম্পাদক ধনঞ্জয় মুর্মু ও রবীন্দ্রনাথ সরেন। উপস্থিত ছিলেন বলরামপুর বিজ্ঞান চক্রের সম্পাদক দিলীপ কুমার ঝা, সদস্য গৌতম কুন্ডু, দিলীপ কুমার রামদাস ও ঝাড়খণ্ড রাজ্যের জ্ঞান বিজ্ঞান সমিতির রাজ্য সহসভাপতি মদন সরকার। সভার মাধ্যমে গ্রামের মানুষদের সচেতন করতে সঠিক যুক্তি দিয়ে কুসংস্কার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। এ বিষয়ে মদন সরকার জানান যে বামনিডি গ্রামের এক মহিলাকে ডাইনির অপবাদ দিয়ে নিমডি থানা এলাকার একটি ওঝা ওই দরিদ্র পরিবারের কাছে 25 হাজার টাকা নিয়ে ছিলো। কিছুদিন আগে সেই দুষ্কৃতী ওঝাকে জ্ঞান বিজ্ঞান সমিতির মাধ্যমে বরাবাজার থানায় ডেকে 25 হাজার টাকা ফেরত করানো হয় এবং সেই ওঝার কাছে লিখিত নেওয়া হয় যে সে কোনো দিনও আর গ্রামের মানুষদের ঠকানোর কাজ করবে না। দুষ্কৃতী ওঝা কে দণ্ডিত করার কাজে বরাবাজার থানার আই সি সৌগত ঘোষ ও পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক ডাক্তার নয়ন মুখার্জির বিশেষ ভূমিকা ছিল।

Spread the love