দিঘী ভুলা প্লাস টু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় জানানো হয়

দিঘী ভুলা প্লাস টু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় জানানো হয়

বোড়াম: বোড়াম ব্লকের প্লাস টু হাইস্কুল দিঘি ভুলার স্কুল প্রাঙ্গণে বুধবার এক সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা ম্যাট্রিকুলেশন ও ইন্টার পরীক্ষাপ্রার্থী ছাত্র-ছাত্রীদেরকে বিদায় জানায়। অনুষ্ঠানে নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি করে কলম উপহার দেয় এবং বোর্ড পরীক্ষায় ভালো ফল করে তাদের স্কুল ও রাজ্যের নাম উজ্জ্বল করার জন্য শুভকামনা জানায়।
বিদ্যালয়ের সকল শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা অর্জন করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সঞ্জীব কুমার, নিবারন মাহতো, কৃষ্ণপদ হাঁসদা, এমডি তাজউদ্দিন, চূড়ামণি কুমার, শ্রীমতি মধু কুমারী এবং বৃন্দাবন মাহতো।

Spread the love