ইচাগড়ের হুটুপে প্রয়াত রাধানাথ টুডুর জন্মবার্ষিকী পালিত হল

Chandil: ইচাগড় ব্লক এলাকার সাঁওতাল অধ্যুষিত এলাকা হুটুপে মঙ্গলবার স্বর্গীয় রাধানাথ টুডু স্মৃতি সমিতির উদ্যোগে প্রয়াত রাধানাথ টুডুর জন্মবার্ষিকী পালিত হল। এ সময় শ্যামল মার্ডি বলেন, প্রয়াত রাধানাথ টুডু ছিলেন পাতকুম দিশোম মাঝি পরগনা মহলের একজন প্রবীণ বুদ্ধিজীবী ও আদর্শের মানুষ। পাতকুম দিশোম মাঝি মহলের লোকেরা এখনও তাঁর মতাদর্শ অনুসরণ করে। তাই এখন তার জন্মবার্ষিকীতেও দূর-দূরান্ত থেকে মানুষ এসে তাকে স্মরণ করে। সাঁওতাল অধ্যুষিত এলাকার নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে মন্দিরের তালে তালে নাচতে মেতে হারিয়ে যায় তাদের স্মৃতিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ পরগনা বাবা রামেশ্বর বেসরা, শ্যামল মার্ডি, প্রয়াত রাধানাথ টুডুর ছেলে নব কিশোর টুডু, স্ত্রী সুনওয়ারী দেবী, জেলা পরিষদের প্রতিনিধি ড. ভূষণ মুর্মু, প্রধান প্রতিনিধি রঞ্জিত টুডু, কুনারাম সোরেন, বাসুদেব চ্যাটার্জি, শিলু সরনা, দেবেন্দ্র বেসরা। , অনিল সিনহা , সুখরাম হেমব্রম, নায়েকে বাবা সুকরাম মুর্মু, বলরাম হাঁসদা, সুদান টুডু, সালো হাঁসদা, কর্ণ প্রসাদ লায়েক, শ্রীপতি কর্মকার, দিলীপ মার্ডি, মহেন্দ্র নাথ টুডু, গোপাল সোরেন, সুফল হাঁসদা, গজুরমা মাঝি, বুধরাম টুডু, কিশুন কিসকু, দুঃখ রাম সিং মুন্ডা এবং অন্যান্য মহিলা ও পুরুষ।

Spread the love