পানিজিয়ায় সিলকোসিসে একজনের মৃত্যু , আরও কয়েকজন আক্রান্ত

পানিজিয়ায় সিলকোসিসে একজনের মৃত্যু , আরও কয়েকজন আক্রান্ত।

ধলভূমগড় : চুকরিপাড়া গ্রাম পঞ্চায়েতের পানিজিয়া গ্রামের এক ডজন শ্রমিক জোড়াসোলের কৃষ্ণা ও কৃষ্ণ পাথর কারখানা কাজ করতে গিয়ে সিলকোসিস রোগে আক্রান্ত হয়েছেন। গত রাতে সিলকোসিস রোগে আক্রান্ত হয়ে পানিজিয়া গ্রামের সনাতন গোপের মৃত্যু হয়। সরকারি চিকিৎসকরা তার যক্ষ্মার চিকিৎসা করলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সনাতন গোপসহ পানিজিয়ায় ছয় ভুক্তভোগী ফুলমণি গোপ, লক্ষ্মী গোপ, পঞ্চমী গোপ, সরলা গোপেদের পর্যবেক্ষণ কারী সংস্থা ওসাজ সংগঠনের সাধারণ সম্পাদক সুমিত কুমার কর সনাতন গোপের মৃত্যুর কারণ সিলকোসিসকে বলেছেন। মহাসচিব বলেন, সমস্ত রোগীদের জামশেদপুরে গিয়ে চিকিৎসা করাতে বলেছেন কিন্তু তাঁরা যেতে চাইছেন না। সিলকোসিসের কারণে গত পাঁচ বছরে পানিজিয়া গ্রামে ছয়জনের মৃত্যু হয়েছে। তারা পাথরের কারখানায় কাজ করত। খবর পেয়ে উপ প্রমুখ স্বপন মাহাতো মৃতের পরিবারের কাছে গিয়ে খোঁজখবর নেন। তিনি গ্রামবাসীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রামপ্রধান কমল গোপ বলেন গ্রামের কয়েক ডজন গ্রামবাসী কৃষ্ণ ও কৃষ্ণের হোয়াইট ফ্যাক্টরিতে কাজ করেছে । কিন্তু কোনো শ্রমিককে চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি। তাঁরা নিজেরাই চিকিৎসা করাচ্ছেন। 2013-14 থেকে 22 এর মধ্যে খুলি গোপ, অভিমন্যু গোপ, মনোরঞ্জন গোপ, সাধন দাসের সাথে জোড়াসোল গ্রামের একজন মহিলারও সিলকোসিসের মৃত্যুর খবর পাওয়া গেছিল। উপ প্রমুখ স্বপন মাহাতো BDO ও CO কে টেলিফোনে ঘটনা সম্বন্ধে জানিয়েছেন । খুব শীঘ্রই এ বিষয়ে বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে।

Spread the love