কাঁকিডিহ-হাতিয়াডিহ গ্রামীণ সড়ক সংস্কার প্রকল্পের সূচনা করলেন সাংসদ ও বিধায়ক প্রতিনিধি

কাঁকিডিহ-হাতিয়াডিহ গ্রামীণ সড়ক সংস্কার প্রকল্পের সূচনা করলেন সাংসদ ও বিধায়ক প্রতিনিধি

পটমদা: রবিবার, সাংসদ প্রতিনিধি শিবচরণ সিং সর্দার এবং বিধায়ক প্রতিনিধি সুভাষ কর্মকার বোড়াম ব্লকের কাঙ্কিডিহ মোডে নারকেল ভেঙে রাস্তা মেরামত ও মজবুতকরণ প্রকল্পের সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ বিষয়ে বিধায়ক প্রতিনিধি সুভাষ কর্মকার বলেন, স্থানীয় বিধায়ক মঙ্গল কালিন্দির সুপারিশে 3300 মিটার রাস্তা মেরামত ও মজবুতকরণের কাজ করা হবে এই প্রকল্পের মাধ্যমে। কাঁকিডিহ মোড় থেকে হাতিয়াডিহ পঞ্চায়েত ভবন পর্যন্ত গ্রামীণ রাস্তার জরাজীর্ণ অবস্থার কারণে গ্রামবাসীরা বিধায়ককে মেরামত করার দাবি জানিয়েছিলেন। এতে ৫০০ মিটার পিসিসি ঢালাই এবং ২৮৭০ মিটার কালোকরণ করা হবে। এ সড়কের কাজের ফলে এলাকার মানুষের মাধবপুর থেকে ডিমুডিহ মোড় যাওয়া সহজ হবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 1 কোটি 25 লক্ষ টাকা। অনুষ্ঠানে পোখুরিয়ার পঞ্চায়েত সমিতি সদস্যা দেবযানী দাস,জেএমএমের বোড়াম ব্লক সভাপতি শ্যামাপদ মাহাতো, চন্দ্রশেখর টুডু, বিভীষণ মাহাতো, মতিলাল মাহাতো, শম্ভু সিং, চন্দ্রকেতু হেমব্রম, বিজেপি মণ্ডল সভাপতি শান্তনু মুখার্জি, সনাতন দাস এবং তপন মাহাতো, মন্টু দাস সহ প্রচুর গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Spread the love