10 থেকে 17 মার্চ পর্য্যন্ত চলবে কৃমি মুক্তি সপ্তাহ

পটমদার মাচা হাসপাতালে বৈঠক করলেন সিএইচসি ইনচার্জ
পটমদা : পটমদা ব্লকের মাচা স্থিত সামুদায়িক স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার বৈঠক করেন এমওআইসি ডঃ সমীর কুমার। তিনি জানান যে সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 10 থেকে 17 মার্চ পর্য্যন্ত পটমদা ও বড়াম প্রখন্ডে চলবে কৃমি মুক্তি সপ্তাহ অভিযান। প্রথম দিন 10 মার্চ এলাকার সমস্ত স্কুল ও অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের কৃমির ওষুধ খাওয়ানো হবে। স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও অঙ্গনবাড়িতে সেবিকারা ওষুধ খাওয়াবেন। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডঃ সৌমেন কুমার দত্ত, বিটিটি ভাস্কর মাহলী ও সুরজ মন্ডল, সমস্ত সিএইচও, উপস্বাস্থ্য কেন্দ্রের সকল এএনএম এবং সহিয়া সাথী। বৈঠকের পর কমলপুর উপস্বাস্থ্য কেন্দ্রের অবসর প্রাপ্ত এএনএম সমাপ্তি দত্ত কে সসম্মানে বিদায় দিয়ে তাঁর সুস্থ, সবল ও দীর্ঘায়ু কামনা করেন সকল স্বাস্থ্যকর্মী।

Spread the love