পটমদা আঞ্চলিক হাট বাজার কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করল ১৫তম প্রতিষ্ঠা দিবস


পটমদা: পটমদা ব্লকের লায়াডিহ হাটতলা ময়দানে, আঞ্চলিক হাট বাজার কমিটি শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হাট-বাজারের 15 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামশেদপুরের সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো এবং বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুচিরাম বাউরি, বাসুদেব মণ্ডল, প্রদীপ বেসরা ও মহাবীর মাহাতো। এই অনুষ্ঠানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সফল অংশগ্রহণকারীদের পাঠ্য সামগ্রী প্রদান করে কমিটি কর্তৃক পুরস্কৃত করা হয়েছে। সমাবেশে নিজের ভাষণে সাংসদ বলেন, ঝাড়খণ্ডীদের পরিচয় সংস্কৃতির সঙ্গেই জড়িত। তিনি বলেন, মেলার উপলক্ষ্যেই আমাদের সংস্কৃতি রক্ষা করা যায়। মেলায় মানুষ একে অপরের বিষয়ে জানতে পারে এবং একসাথে মেলা উপভোগ করে। নিজেদের সংস্কৃতি বাঁচাতে তরুণদের এগিয়ে আসতে হবে। এই সন্ধ্যায়, পুরুলিয়া জেলার সুপরিচিত কৌতুক অভিনেতা কালাচাঁদ-ফাঁকাচাঁদ এবং দল দ্বারা নৃত্য, কমেডি (অর্কেস্ট্রা) এবং রাতে ছৌ নৃত্য বিকাশ মাহতো এবং হেম মাহতোর দল সকাল পর্যন্ত পরিবেশন করে। যেখানে কৌতুক অভিনেতার অভিনয় দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমান হাজার হাজার মানুষ। অনুষ্ঠান সফল করতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রামাণিক, তারাপদ মান্ডি, আঘানু মাহতো, রেবতী মাহতো, বঙ্কিম মাহতো, ফণিভূষণ মাহাতো, ব্যাঙ্ক মান্ডি, কানাই হাঁসদা, সদানন্দ মাহতো এবং ধনঞ্জয় মাহতো।

Spread the love