12 কোটি টাকা ব্যয়ে ডুমুরিয়াতে নতুন সিএইচসি তৈরি করা হবে – সি এস

12 কোটি টাকা ব্যয়ে ডুমুরিয়াতে নতুন সিএইচসি তৈরি করা হবে – সি এস

Dumaria :শনিবার বিধায়ক এবং সিএস পরিদর্শনের জন্য ডুমারিয়া সিএইচসি পৌঁছান। সিএইচসি-র অবস্থা দেখে বিধায়ক সঞ্জীব সরদার, সিএস সাহির পাল এবং ডিডিসি প্রদীপ প্রসাদ বলেন যে এই স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের চিকিৎসা করা তো সম্ভবই নয়, নিজেকে নিরাপদ রাখাও অসম্ভব।
তাঁরা সিএইচসির ওয়ার্ড ও ওপিডি রুম ঘুরে দেখেন। সিএইচসি ইনচার্জ ডা. দুর্গাচরণ মুর্মু জানান কিছুদিন আগে হঠাৎ করে সিলিংয়ের প্লাস্টার খসে পড়ে তাঁরা কোনো প্রকারে আহত হবার থেকে বেঁচে যান। এ বিষয়ে সিএস সাহির পাল বলেন, ডুমরিয়া সিএইচসি ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হচ্ছে। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ভবন নির্মাণের জন্য প্রায় 12 কোটি টাকা ব্যয়ে সিএইচসির নতুন ভবন নির্মাণ করা হবে।

Spread the love