সোনখুন ফুটবল মাঠে পালিত হয় বাবাসাহেবের জন্মবার্ষিকী

সোনখুন ফুটবল মাঠে পালিত হয় বাবাসাহেবের জন্মবার্ষিকী

Dhalbhumgar: বাবাসাহেব ডাঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তী সোনখুন ফুটবল গ্রাউন্ডে আর কে টিউটোরিয়াল কোচিং সেন্টারের অধীনে পালিত হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব শক্তি সংগঠনের সভাপতি হেমন্ত মুন্ডা। এ উপলক্ষে কোচিং সেন্টারের শিশু, শিক্ষক ও অতিথিরা বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র কুমার দাস ডাঃ ভীমরাও আম্বেদকরের জীবনী তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা এবং এদেশের সংবিধান প্রণেতাসহ একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি শুধু দলিতদের নয়, নির্যাতিত ও শোষিত নারীদের অধিকার দেওয়ার কাজ করেছেন। হেমন্ত মুন্ডা বলেন, বাবাসাহেব সংবিধানে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমতার বিধান করে সমাজের অনেক মন্দ দূর করার সফল প্রচেষ্টা করেছিলেন। সমান শিক্ষার ওপর জোর দেন তিনি। বর্তমান সময়ে তার জীবন অনুকরণীয়। সংবিধানের মাধ্যমে আমাদের সকলকে ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। উপস্থিত সকলে বাবা সাহেবকে প্রণাম করেন। এ সময় অজিত রুহিদাস, বিশ্বজিৎ দে, গ্রাম প্রধান ভোলা সিং, রম্ভা সিং, মো. সাজিদ, শঙ্কর মুচি, মনোজ মণ্ডল, রিংকু কুমার, সুশীল মান্ডি সহ বহু সদস্য উপস্থিত ছিলেন।

Spread the love