নরসিংগড়ে কলশ স্থাপনের মাধ্যমে শুরু হলো বোড়াম পূজা

নরসিংগড়ে কলশ স্থাপনের মাধ্যমে শুরু হলো বোড়াম পূজা

Dhalbhumgar: নরসিংহগড় বোড়াম মন্দিরে দুই দিনব্যাপী বোড়াম পূজা শুক্রবার কলশ স্থাপনের মাধ্যমে শুরু হয়েছে। শুক্রবার স্বর্গছিড়া ছোট ঘাট পুকুর থেকে পবিত্র জল এনে বোড়াম মন্দিরে রাখা হয়। শনিবার পূজা, প্রসাদ বিতরণ ও ঝুপের আয়োজন করা হবে। রাজার আমল থেকেই নরসিংহগড় গ্রামে বোড়াম পূজা হয়ে আসছে। গোটা গ্রামের মানুষ গ্রাম দেবতা হিসেবে পূজা করে। গ্রামের মঙ্গল কামনায় প্রতি বছর বোড়াম পূজার আয়োজন করা হয়। বোড়াম পূজায় লোকেরা ধূপ, ধুনা দেখিয়ে মালা পরিয়ে বোড়াম ঝুপার পূজা করে এবং তাদের বাড়ির সামনে গোবর দিয়ে কলস নিয়ে আসে। বোড়াম পূজা অনুষ্ঠানে দিলীপ নামতা, নকুল রি, চুনকু নামতা, ফকির মন্ডল, নিতাই মন্ডল, বাবু নামতা, সন্তোষ আসন, জয়দেব মান্না, কাঁথি কুনওয়ার প্রমুখের পাশাপাশি গ্রামের মানুষ প্রধান ভূমিকা পালন করছেন।

Spread the love