ধলভূমগড়ে 26 জন মুখিয়া ও 46 জন ওয়ার্ড সদস্যপদে মনোনয়ন জমা দিয়েছেন

ধলভূমগড়ে 26 জন মুখিয়া ও 46 জন ওয়ার্ড সদস্যপদে মনোনয়ন জমা দিয়েছেন

Dhalbhumgar: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্বের পঞ্চম দিনে মনোনয়ন ও ফরম নেওয়ার জন্য মহিলাদের আধিক্য দেখা গেছে। মুখিয়ার জন্য 26 টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। নির্বাচনী অফিসার সহ সার্কেল অফিসার সদানন্দ মাহতোর অফিসে নুতনগড় পঞ্চায়েতে দুজন, পাওড়া নরসিংহগড় পঞ্চায়েতে চারজন, জুনবনিতে দুজন, মৈদাশোলি পাঁচ, কোকপাড়া নরসিংহগড় এক, জুগিশোল তিন, মহলিশোল চার, কোকপাড়া এক এবং রাওতাড়া পঞ্চায়েতের জন্য চারজন মুখিয়া পদ প্রার্থী জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

এ ছাড়া মুখিয়া পদের জন্য 11 জন মনোনয়নপত্র কিনেছেন। রাওতাড়ায় দুজন, নুতনগড়ে একজন, পাওড়া নরসিংহগড় একজন, জুনবনিতে দুজন, মৌদাশোলিতে দুজন, চুকরিপাড়ে দুজন এবং কানাস পঞ্চায়েতের একজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। ওয়ার্ড সদস্য পদে 46 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 46 টি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা রিটার্নিং অফিসার কাম বিডিও সবিতা টপনোর কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া 37 জন প্রার্থী ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন।

Spread the love