ইন্টারমিডিয়েট +2 বাংলা ভাষা শিক্ষক নিযুক্তি দাবি তে বৈঠক

ইন্টারমিডিয়েট +2 বাংলা ভাষা শিক্ষক নিযুক্তি দাবি তে বৈঠক

Dumka: দুমকার শিক্ষক সংঘ ভবনে রবিবার ইন্টারমিডিয়েট বিদ্যালয়ের বাংলা শিক্ষক নিযুক্তির দাবি তে বিএড ট্রেন্ড দের বৈঠক হয় । চন্দন কিস্কুর অধ্যক্ষতায়(সাহেবগঞ্জ জেলা) আয়োজিত বৈঠকে বিভিন্ন জেলা থেকে বাংলা শিক্ষক প্রার্থী গন উপস্থিত ছিলেন। জামতাড়া জেলা থেকে উপস্তিত ছিলেন অমিত মাজি, কৃষ্ণ কান্ত মণ্ডল, নটবর ঘোষ, জয়প্রকাশ চৌধুরী, পাকুড় জেলা থেকে উপস্থিত ছিলেন আবুল হাসান, দয়াল মণ্ডল, মিনারুল শেখ, বাবিরুল শেখ দূমকা জেলা থেকে উপস্থিত ছিলেন তুহিনা অধিকারী ও দিপালী বাউরি প্রমুখরা। বৈঠকে আলোচনার প্রধান বিষয় ইন্টারমিডিয়েট +2 তে বাংলা ভাষার শিক্ষক পদের স্বীকৃতি প্রদান করা সম্পর্কে বিভিন্ন প্রতিনিধির উদ্যেশে পত্র প্রদান করা। এ বিষয়ে চন্দন কিস্কু বলেন রাজ্যে বাংলা শিক্ষার মাধ্যম। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে চক্রান্ত চালিয়ে রাজ্যের প্লাস টু স্কুলে বাংলা ভাষা সাহিত্যের পদ গুলি লোপাট করার চক্রান্ত চালান হচ্ছে। রাজ্যে বিনা মন্ত্রী মণ্ডলের সিদ্ধান্তে এডমিনিষ্ট্রেটিব আদেশে মন্ত্রী মণ্ডলের সিদ্ধান্তের বিপরীত বাংলা ভাষার শিক্ষক নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেনি। শাসক ও বিরোধী দলের প্রতিনিধি এই বিষয়ে নীরব।

Spread the love