পোখরিয়ার চড়ক মেলায় যোগ দিলেন বিধায়ক মঙ্গল কালিন্দী

পোখরিয়ার চড়ক মেলায় যোগ দিলেন বিধায়ক মঙ্গল কালিন্দী

Patamda: জুগসালাইয়ের বিধায়ক মঙ্গল কালিন্দি শনিবার বোড়াম ব্লকের পোখরিয়া গ্রামে আয়োজিত চড়ক মেলায় যোগ দিয়ে শিব মন্দিরে প্রার্থনা করেন। তিনি বলেন, শিব চড়ক পূজা বিশ্বাসের প্রতীক। পিঠে পেরেক ঠুকে বিশ্বাস প্রদর্শন করে ভক্তাদের প্রায় 50 ফুট উচ্চতায় দড়ির সাহায্যে ঘুরার ঐতিহ্যকে ভগবান শিবের কৃপা বলে বর্ণনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামপ্রধান ললিত মাহাতো, প্রাক্তন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি প্রবীর দাস, বিধায়ক প্রতিনিধি সুভাষ কর্মকার, জেএমএম-এর বোড়াম ব্লক সভাপতি শ্যামাপদ মাহাতো, সচিব চুটুলাল হাঁসদা, সন্তোষ মাহাতো, রামপদ মাহাতো প্রমুখ। এ সময় বিধায়ক গ্রামবাসীদের দাবিতে রাস মন্দিরের বেদি নির্মাণে পঞ্চায়েত নির্বাচনের পরে সহযোগিতা করার আশ্বাস দেন। অন্যদিকে, পোখরিয়া গ্রামের বাসিন্দা প্রাক্তন প্রধান বিশাখা সিং-এর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে পৌঁছে বিধায়ক পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় পরিবারের সদস্যদের শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়।

Spread the love