জেলার বিভিন্ন গ্রামে মুখ্যমন্ত্রী ও শাসক দলের এমএলএ দের কুশপুত্তলিকা দাহন করা হল

জেলার বিভিন্ন গ্রামে মুখ্যমন্ত্রী ও শাসক দলের এমএলএ দের কুশপুত্তলিকা দাহন করা হল

Dumka(Gautam chattopadhyay): অন্তিম সার্ভে রেকর্ডের ভিত্তিতে স্থানীয় নীতি নির্ধারণ এর দাবিতে ঝাড়খণ্ড উত্তাল । সাঁওতাল পরগনা প্রমন্ডলের মুলবাসী,আদিবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন ১৯৩২ এর লাস্ট সার্ভে রেকর্ডের ভিত্তিতে স্থানীয় নীতি নির্ধারণ এর দাবিতে আন্দোলনে নেমেছে ।সোমবার দুমকা জেলার বিভিন্ন গ্রামে মুলবাসী ও আদিবাসী প্রজা ও ছাত্রেরা মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন,দুমকার এমএলএ বসন্ত সরেন ও শাসক দলের এমএলএ দের কুশপুত্তলিকা দাহন করে। ১৯৮০ সাল থেকে জেএমএম দল দলের নির্বাচনী ইশতেহারে অন্তিম সার্ভে রেকর্ডের ভিত্তিতে স্থানীয় নীতি নির্ধারণের দাবি করে আসছে। দল ক্ষমতায় আসার পর ইউটার্ন নিয়েছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এখান কার মুলবাসী ও আদিবাসী ফুঁসছে ।

Spread the love