শাল কাঠ ভর্তি গাড়ি বাজেয়াপ্ত করেছে বন বিভাগ

শাল কাঠ ভর্তি গাড়ি বাজেয়াপ্ত করেছে বন বিভাগ

Ghatshila : বন বিভাগ শুক্রবার রাতে অভিযান চালিয়ে শাল কাঠ ভর্তি গাড়ি আটক করে। তবে এ সময় উভয় গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়। গাড়ির ভিত্তিতে বন আইনে মামলা দায়ের করেছে বন বিভাগ। বন বিভাগ গোপন খবর পায় যে গাড়িতে করে শাল কাঠ পশ্চিম বাংলায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর শুক্রবার সঞ্জয় দাসের নেতৃত্বে একটি দল গঠন করে অধিদফতরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। যার মধ্যে একটি টেম্পু তে জ্বালানি কাঠ ও পিকআপ ভ্যানে শাল কাঠ বোঝাই করা ছিল। বন বিভাগের দলকে দেখে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। মৃগিটান্ডের কাছে গাড়িটি ধরা পড়ে।

Spread the love