এবারও সর্বাধিক রক্ত সংগ্রহ কারীর সম্মান পেলো কুড়মী সংস্কৃতি উন্নয়ন কমিটি

এবারও সর্বাধিক রক্ত সংগ্রহ কারীর সম্মান পেলো কুড়মী সংস্কৃতি উন্নয়ন কমিটি

Dhalbhumgar: শুক্রবার বিষ্টুপুর মাইকেল জন সভাগারে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন আয়োজিত 35 তম বার্ষিক সম্মান সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কুড়মী সংস্কৃতি উন্নয়ন কমিটিকে গ্রামীণ এলাকায় পূর্ব সিংভূম জেলায় সর্বাধিক রক্ত ​​সংগ্রহের জন্য স্মারক ও সম্মাননাপত্র দিয়ে সম্মানিত করা হয়। প্রধান অতিথি ছিলেন টাটা স্টিলের আধিকারিক উত্তম সিং। কুড়মী সংস্কৃতি উন্নয়ন কমিটি ঘাটশিলা, ধলভূমগড়, গুড়াবান্ধা, চান্ডিলের পাশাপাশি ওড়িশা ও পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শিবিরের আয়োজন করে ক্রমাগত রক্ত ​​সংগ্রহ করছে। একই সঙ্গে নারীদেরও সচেতন করছে। কমিটির কেন্দ্রীয় সভাপতি সপন কুমার মাহাতো বলেন, এই সম্মান কমিটির সকল সদস্য ও রক্তদাতাদের। ভবিষ্যতেও আরও বেশি রক্ত ​​সংগ্রহের চেষ্টা করছে কমিটি। সম্মান গ্রহণের সময় কমিটির সভাপতি সপন কুমার মাহাতো, গালুডিহ শাখার উকিল হেমব্রম, রাখো হরি মাহাতো, রাজেশ মাহাতো, অজয় ​​মাহাতো, মনোরঞ্জন মাহাতো, কালচিতি শাখার ধনঞ্জয় মাহাতো, সরাইকেলা খারসাওয়ার মোহিনীমোহন মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love