খাড়িয়া বস্তিতে দিবালোকে দুই লাখ টাকা চুরি, আটক চোর

খাড়িয়া বস্তিতে দিবালোকে দুই লাখ টাকা চুরি, আটক চোর

Jamshedpur : শনিবার দিবালোকে উলিডিহ থানার অন্তর্গত খাড়িয়া বস্তিতে এই চুরির ঘটনা ঘটে। চুরির করা সামান নিয়ে যেতে এসে এক যুবক স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। এরপর দড়ি দিয়ে বেঁধে প্রথমে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদে পুলিশ তাদেরকে আটক করে এবং চোরাই মালামাল উদ্ধার করে।
মানগো খাড়িয়া বস্তির বাসিন্দা অনিল কুমার ঝা-এর বাড়িতে দিবালোকে ঘটনাটি ঘটে। বিহারের দারভাঙ্গায় মেয়ের বিয়েতে গিয়েছেন তিনি। তিন জন চোর বাড়িতে ঢুকে মালামাল নিয়ে পালিয়ে যায়। শেষে তারা ব্যাটারি নিয়ে যাবার সময় স্থানীয় দুই যুবক চোরদের দেখতে পায়। তারা ব্যাটারি নেওয়ার কথা জিজ্ঞেস করলে চোরেরা পালানোর জন্য ছুটতে শুরু করে।সেই সময় এক চোর যুবকের হাতে ধরা পড়ে, যাকে থানায় সোপর্দ করা হয়। অনিল কুমার ঝা-এর শ্যালক ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছেন, আগামী মাসে অনিল কুমার ঝা-র মেয়ের বিয়ে। তিনি চলে গেছেন তার গ্রাম দারভাঙ্গায়। বাড়িটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা অনিল কুমার ঝাকে ফোন করে চুরির কথা জানায়। এরপর অনিল তার আত্মীয়কে পাঠায়। অনিল জানান, তারা গ্রামেই আছে। তিনজন চোর, যার মধ্যে দুজন ঠেলাগাড়ি নিয়ে খাড়িয়া বস্তিতে পৌঁছায় আর পেছন থেকে একজন চোর মোটরসাইকেল নিয়ে পৌঁছায়। ঘরে ঢুকে চোরেরা সব মালামাল ঠেলাগাড়িতে ভরে চলে যায়। ঘরে রাখা গোদরেজ দুটোই ভেঙে বিছানার বাক্স খুলে সব জিনিসপত্র নিয়ে যায়। শেষ পর্যন্ত মোটরসাইকেলে থাকা দুই চোর ব্যাটারি নিয়ে যেতে শুরু করলে তা দেখতে পান প্রতিবেশীরা। লোকেরা ভাবে বন্ধ ঘর থেকে ব্যাটারি নিয়ে যাচ্ছে কেন?তারা থামিয়ে জিজ্ঞাসা করলে মোটরসাইকেলে থাকা চোর পালিয়ে যায়। অপরজনকে যুবকরা ধরে থানায় ডেকে পুলিশের কাছে সোপর্দ করে। দিবালোকে চুরির ঘটনায় মানুষ ক্ষুব্ধ। ধৃত চোরের পকেট থেকে অনিল কুমার ঝা-এর এটিএম কার্ডও উদ্ধার করেছে পুলিশ।

Spread the love