রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী প্রার্থীদের বাংলা ভাষায় ব্যানার পোস্টার, বাংলা ভাষীদের মধ্যে খুশির পরিবেশ

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী প্রার্থীদের বাংলা ভাষায় ব্যানার পোস্টার, বাংলা ভাষীদের মধ্যে খুশির পরিবেশ

Gautam Chaterjee(Dumka): রাজ্যে ত্রিস্তরিয় পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী প্রার্থীরা বাংলা হ্যান্ডবিল, পোস্টার এর মাধ্যমে প্রচার শুরু করেছে।জেলার পঞ্চায়েতের মুখিয়ার পদ আদিবাসী দের জন্য সংরক্ষিত ।মুখিয়া পদে সাঁওতাল ,পাহাড়িয়া ও মহুলি জাতি গোষ্ঠীর প্রার্থী নির্বাচনী প্রচার শুরু করেছেন ।ওই প্রার্থীদের জয় পরাজয় নির্ভর করবে মুলবাসী বাঙালি ভোটার দের উপর । প্রার্থীরা বাঙালি অধ্যুষিত গ্রামে প্রচার চালাচ্ছে বাংলা ব্যানার ,পোস্টার ও হ্যান্ডবিল এর মাধ্যমে । প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে নিজেকে এক নম্বর বাঙালি প্রেমী রূপে চিহ্নিত করতে । রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে জেলা ভিত্তিক আঞ্চলিক ও আদিবাসী ভাষার নির্ধারণ করে। রাজ্যের এডমিনিষ্ট্রেটিব রিফর্ম ও রাজভাষা বিভাগের পক্ষ থেকে 18 ফেব্রুয়ারি 2022 জেলা ভিত্তিক আঞ্চলিক ও আদিবাসী ভাষার স্বীকৃতি আদেশ জারি করে। ওই আদেশে রাজ্যের দশ টি জেলায় বাংলা ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি দিয়েছে । রাজ্যের একটি সংগঠন জেলা ভিত্তিক ভাষা নির্ধারণ এর বিরোধিতা করে। ওই সংগঠনের হেবি ওয়েট বেশ কয়েকজন কর্মকর্তা বাংলা ভাষা কে অন্য রাজ্যের ভাষা বলে। অথচ ওই কর্মকর্তারা পূর্বে বিধানসভা ও লোক সভায় বাংলা ভাষায় শপথ নিয়েছেন । শেষ মেষ পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী প্রার্থীরা বাংলা ভাষার হ্যান্ডবিল পোস্টার এর মাধ্যমে প্রচার শুরু করে বাংলা বাইরের ভাষা বলার দাবি কে মিথ্যা প্রমান করে দিল আর বাংলা ভাষায় প্রচার করা হলে বাঙ্গা ভাষীদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে।

Spread the love