বোড়ামের কুইয়ানি গ্রামে আয়োজিত চড়ক মেলায় যোগ দেন বিধায়ক মঙ্গল কালিন্দী

বোড়ামের কুইয়ানি গ্রামে আয়োজিত চড়ক মেলায় যোগ দেন বিধায়ক মঙ্গল কালিন্দী

Patamda: মঙ্গলবার যুগসালাই বিধায়ক মঙ্গল কালিন্দী বোড়াম ব্লকের কুইয়ানি গ্রামের ষোলোআনা কমিটি আয়োজিত বার্ষিক চড়ক মেলা ও শিব পূজায় যোগ দিয়ে মন্দিরে এলাকার সমৃদ্ধি কামনা করেন। বিধায়ক বলেন যে ভক্তরা বাবা ভোলেনাথের কাছে আন্তরিকভাবে যা প্রার্থনা করেন তাদের সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ হয়। তিনি বলেন চড়ক মেলা আমাদের সুসমৃদ্ধ রাঢ় সংস্কৃতির একটি খুবই গুরুত্ত্বপূর্ন অংশ। প্রাচীনকাল থেকে চলে আসা এই উৎসবের সংরক্ষণের জন্য জনসাধারনকে সবসময় তৈরি থাকতে হবে। উৎসব সম্বন্ধে গ্রামের বিনয় মন্ডল জানান শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্য এখনো টিকে আছে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে এলাকার গ্রামবাসীরা পিঠে লোহার শিক ফুটিয়ে দড়ি দিয়ে প্রায় 50 ফুট উচ্চতায় 6 টি ভোক্তা খুঁটিকে প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছুটুলাল হাঁসদা, কাজল সিং, শরৎ সহিস, রামু কুম্ভকর, বিনয় মণ্ডল, তরুণ মাহাতো, শঙ্কর প্রামাণিক ও শতাধিক গ্রামবাসী।

Spread the love