ডিসি ও এসপির তৎপরতায় শিকারীপাড়া থানা এলাকায় স্টোন চিপ্স বোঝায় লরি বাজেয়াপ্ত করা হল ।

ডিসি ও এসপির তৎপরতায় শিকারীপাড়া থানা এলাকায় স্টোন চিপ্স বোঝায় লরি বাজেয়াপ্ত করা হল ।

Dumka: ডেপুটি কমিশনার রবি শঙ্কর শুক্লা ও এসপি অম্বর লকড়ার তৎপরতায় বুধবার রাত্রে স্টোন চিপ্স লোডেড হাইবা ও এলপি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সঙ্গে এক ডজন পাথর চোরা কারবারি কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। দুমকা জেলার বীরভূম লাগোয়া শিকারীপাড়া থানা এলাকা পাথর ও কয়লার চোরাকারবারি দের স্বর্গ রাজ্য এখানে বিহার ও পশ্চিম বঙ্গের মাইনিং মাফিয়া খোলা খুলি পাথর ও কয়লার ইললিগেল কারবার চালায়। সূত্রের খবর বাংলাদেশ পাচার হয় এখান কার স্টোন চিপ্স। জেলার ডেপুটি কমিশনার এখানে পাথর ও কয়লার চোরা কারবার বন্ধ করার জন্য জেলা স্তরে টাস্ক ফোর্স গঠন করেছেন। ওই টাস্ক ফোর্স জেলার মাইনিং আধিকারিক, ডিভিশনাল ফরেস্ট আধিকারিক, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট আধিকারিক, সাব ডিভিশনাল আধিকারিক ডিএসপির সঙ্গে স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিক কে যুক্ত করা হয়েছে। তবে চোরা কারবার চলছে খোলা খুলি। স্থানীয় পুলিশের যোগসাজ এর অভিযোগ আসে প্রকাশে। শিকারীপাড়া থানার অফিসার ইনচার্জ কে লাইন হাজির করা হয়েছে। তবু জেলার বিভিন্ন ব্লকে অবাধে চলছে স্টোন চিপ্স, কায়লা ও বালির চোরা কারবার। অগত্যা ডেপুটি কমিশনার ও এসপি নিজে চোরা কারবার বন্ধ করার জন্য পথে নামলেন ।

Spread the love